অফিস সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় জেলা শিক্ষা অফিসটি তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি পরিচালিত। অফিসটি উপজেলা পরিষদ চত্বরে ব্যানবেইস কর্তৃক নির্মিত সরাইল UITRCE ভবনে অবস্থিত। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর তত্ত্বাবধানে- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় = ০২টি মাধ্যমিক বিদ্যালয় = ১৮টি স্কুল এন্ড কলেজ = ০০টি কলেজ = ০৪টি কারিগরি বিদ্যালয় = ০১টি দাখিল মাদ্রাসা = ০২টি আলীম মাদ্রাসা = ০০টি ফাযিল মাদ্রাসা = ০০টি কামিল মাদ্রাসা = ০০টি উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদি : সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০% ছাত্র ও ৩০% ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। অত্র সরাইল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সনে ৬৭৮৫ জন ছাত্র/ছাত্রীকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ০২টি কলেজে ২০১৮-২০১৯ অর্থবছরে ছাত্র ১০% এবং ছাত্রী ৪০% হারে ৪৫২ জন ছাত্র/ছাত্রীকে ডাচ্ বাংলা মোবাইল পর্যায়ের ২০১৭-২০১৮ অর্থবছরে ০২টি কলেজ ১৭৪ জন শিক্ষার্থীকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। অফিস প্রধানের ই-মেইল ও ওয়েব সাইড নম্বর : useo_sarail@yahoo.com, www.useosarail.gov.bd সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আন্তরিকতা সহিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস